Wednesday, 2 March 2022

মোবাইল চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের নাম ঘোষণা

 


অষ্টম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসব (ডিআইএমএফএফ)-এর এবারের আসরের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারে উৎসবের শেষদিন এই নাম ঘোষণা করা হয়।

এবার বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে ইরান থেকে আসা কামাল কোচুয়ানের সিনেমা ‘অ্যাডাপ্ট’। সিনেমাস্কোপ ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছে তুর্কির সেজ্জিন ইউজাই-এর সিনেমা ‘সেন্ট’ এবং ইউল্যাব ইয়াং ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতেছেন বাংলাদেশের ফাহিম সিয়াম। তার সিনেমার নাম ‘দ্য ঘোস্ট’। বিশ্বের ৩১টি দেশের মোট ১৫৩টি সিনেমা এবারের উৎসবে জমা পড়ে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ‘ইউনিভার্সিটি অব 

লিবারেল আর্টস বাংলাদেশ’-এর ভাইস চ্যান্সেলর ইমরান রহমান বলেন, ‘আমরা একটি শূন্যস্থান খুঁজে পেয়েছিলাম; কিন্তু তা পূরণ করার মতো কাউকে পাচ্ছিলাম না। ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট প্রতিবছর মোবাইল ফিল্ম ফেস্টিভালের মতো অসাধারণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সেটি পূরণ করেছে।’

অতিথি নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘আপনারা বর্তমান প্রজন্ম আমাদের থেকে অনেক এগিয়ে আছেন। মোবাইল ফোন দিয়ে ছবি বানানোর উপকারিতা হচ্ছে বিদেশে বসে একজন ফিল্মমেকার যে যে সুবিধা পাচ্ছেন, আপনারাও সেই একই সুবিধা পাচ্ছেন, যা আমাদের সময় ছিল না৷ আমি আপনাদের মাঝে অনেকগুলো সম্ভাবনাময় মুখ দেখতে পাচ্ছি।’


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: