Wednesday, 2 March 2022

দেশে আবারও দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে

 


দেশে আবারও দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে বাড়তে অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার (০২ মার্চ) বিকেলে বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ এ কথা বলেন।

ফেনী শহরের বড় বাজারের এ সমাবেশে শওকত মাহমুদ আরও বলেন, সরকারের দুর্নীতির কারণেই জিনিস পত্রের দাম বেড়েছে। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম প্রধান কারণ সরকারের দুর্নীতি। দেশে জিনিজপত্রের মজুদ থাকা সত্ত্বেও দাম বৃদ্ধি প্রমাণ করে সরকারের ব্যর্থতা। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় সরকারের দুর্নীতির চিত্র।  

বিএনপির এই নেতা বলেন, দেশে সরকার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে। এবং তা শুরু হবে বিএনপির ঘাঁটি ফেনী থেকে।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, জেলা বিএনপির জেষ্ঠ যগ্ম আহ্বায়ক প্রফেসর আবদুল খালেক, যগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ােী, আলাউদ্দিন গঠনসহ জেলা নেতারা।

এসময় বিএনপি নেতারা বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে দেশের জনগণকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: