Wednesday, 2 March 2022

বাজারে এলো আইটেলের স্মার্টফোন ভিশন থ্রি

 


বিশ্বের জনপ্রিয় স্মার্ট লাইফ ব্র্যান্ড আইটেল বাংলাদেশের বাজারে ফাস্ট চার্জিং সুবিধা সম্পন্ন নতুন স্মার্টফোন ভিশন থ্রি নিয়ে এসেছে।

ভিশন থ্রি স্মার্টফোনটিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে। ফোনটির সঙ্গে একটি ১৮ ওয়াট ফাস্ট চার্জার দেওয়া হয়েছে।  যা আইটেলের আগের প্রজন্মের স্মার্টফোনগুলো থেকে তিনগুণ দ্রুত চার্জ হওয়ার ক্ষমতা রাখে।  

এর ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারির কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) পাওয়ার মাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম ফোনের চার্জ নিয়ন্ত্রণকে আপনার হাতের মুঠোয় এনে দিয়েছে।

নতুন এ ফোনটি দিয়ে ১০ মিনিটের চার্জে দিয়ে ৩ ঘণ্টা কথা বলা যাবে।  এছাড়া একনাগাড়ে ২৮ ঘণ্টা কথা বলা যাবে।  ৫৫৯ ঘণ্টা স্ট্যান্ডবাই, ১৫৮ ঘণ্টা মিউজিক প্লেয়িং এবং ভিডিও দেখার ক্ষেত্রে টানা ১৮ ঘণ্টার ব্যাকআপ পাবেন।  

বিরতিহীন স্মার্টফোন অপারেটিংয়ের অভিজ্ঞতা দিতে ৪জিবি প্লাস ৬৪ জিবি ক্ষমতাসম্পন্ন ভিশন থ্রি ফোনটিতে ১ দশমিক ৬ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর রয়েছে।  

নতুন এ ফোনটিতে থাকা ৬৪ জিবি বিশাল স্টোরেজে সহজেই আপনি মিউজিক, ভিডিও, অ্যাপসসহ যা খুশি রাখতে পারবেন।

৬ দশমিক ৬ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটারড্রপ হাই-রেজুলেশনের বিশাল ডিসপ্লে আপনাকে ছবি ও ভিডিও দেখার ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা দেবে।

স্মার্টফোনটির গ্লাস ডিসপ্লের প্রান্তে সামান্য বাকানো স্ক্রিন একে আরও অসাধারণ করে তুলেছে। শুধু তাই নয়, হাতের মুঠোয় রেখে ফোনটি অনায়াসে স্ট্রিমিংয়ের ক্ষেত্রে আরামদায়ক ব্যবহারের নিশ্চয়তা দেবে।
 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: