সর্বশেষ

Friday, 4 March 2022

ইউক্রেন সেনারা ৫ বাংলাদেশিকে জিম্মি করেছে

ইউক্রেন সেনারা ৫ বাংলাদেশিকে জিম্মি করেছে

 


ঢাকায় রাশিয়া দূতাবাস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে, ইউক্রেনের সেনারা পাঁচ বাংলাদেশিকে জিম্মি করেছেন।  

শুক্রবার এমন একটি ভিডিও-তে দেখা যায়, জিম্মি ওই বাংলাদেশিরা তাদের উদ্ধারের জন্য আকুতি জানাচ্ছেন।

এদিকে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগও বলেছে, ইউক্রেনের কিভারতিসি শহরের একটি অভিবাসী শিবিরে আটকে আছেন পাঁচ বাংলাদেশিসহ শতাধিক বিদেশি।

ভিডিওতে রিয়াদুল মালিক নামের একজন বাংলাদেশি নিজের পরিচয় দিয়ে জানান, সেখানে আরো কয়েকজন বাংলাদেশি আছেন। একজন দরজায় পাহারা দিচ্ছেন। তাদের সবার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে। একটি মোবাইল তারা লুকিয়ে রাখতে পেরেছেন।




Thursday, 3 March 2022

যুদ্ধের ডামাডোলে কেন ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’?

যুদ্ধের ডামাডোলে কেন ইউক্রেনে ‘বাংলার সমৃদ্ধি’?

 


ইউক্রেন সীমান্তে রুশ সৈন্য মোতায়েনের পর চলতি বছরের শুরু থেকেই উত্তেজনা বাড়তে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বিশ্বের অনেক দেশ ইউক্রেন থেকে তাদের নাগরিক ও দূতাবাস সরিয়ে নিতে থাকে।

এর মধ্যে চলতে থাকে কূটনৈতিক আলোচনা। কিন্তু ফলোপ্রসূ সমাধান না আসায় ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হয়। সেই যুদ্ধ বৃহস্পতিবার (৩ মার্চ) অষ্টম দিনে গড়িয়েছে।  

ফেব্রুয়ারি মাসজুড়ে এমন যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’ কেন ইউক্রেনে পাঠানো হয়েছিল, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।  

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে বিএসসির নির্বাহী পরিচালক ড. পীযূষ দত্তকে একই প্রশ্ন করেন গণমাধ্যমকর্মীরা।  

পীযূষ দত্ত বলেন, জাহাজটি না পাঠানোর সুযোগ ছিল না। চার্টারার যদি যেতে চায় আইনগতভাবে না পাঠানোর সুযোগ নেই। ক্যাপ্টেনের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। তারা জীবনবাজি রেখে সাধ্যমতো চেষ্টা করেছেন ক্ষয়ক্ষতি কমানোর।

ইউক্রেনের অলিভিয়া বন্দরে বাংলাদেশি সেই জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ জাহাজেই ফ্রিজিং করে রাখা হয়েছে। জাহাজটিতে নাবিক ও ইঞ্জিনিয়ারসহ এখনো ২৮ জন অবস্থান করছেন। ‘বাংলার সমৃদ্ধি’র নাবিকদের উপকূলে নিরাপদ আশ্রয়ে নেওয়ার প্রচেষ্টা চলছে।

বিএসসির নির্বাহী পরিচালক বলেন, আন্তর্জাতিক মেরিটাইম আইন খতিয়ে দেখার পাশাপাশি সরকার নাবিকদের উদ্ধারে তৎপর রয়েছে।  

ড. পীযূষ বলেন, ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় থার্ড ইঞ্জিনিয়ার হা

Wednesday, 2 March 2022

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সরকারি মদদপুষ্টরা জড়িত: ডা. জাহিদ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সরকারি মদদপুষ্টরা জড়িত: ডা. জাহিদ

 


বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশে দ্রব্যমূল্য অসহনীয় পর্যায় পৌঁছেছে। এ ঊর্ধ্বগতির পেছনে সরকারের মদদপুষ্টরা জড়িত। এ লুটপাটের অর্থ দিয়ে সরকারি লোকজন বিদেশে সম্পদের পাহাড় গড়ছে। কিন্তু তারা এ সম্পদ ভোগ করতে পারবেন না। কারণ আপনাদের বিরুদ্ধে বিধিনিষেধ জারি হচ্ছে। বুধবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় জেলা বিএনপির উদ্যোগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও লাগামহীন দুর্নীতির প্রতিবাদে যশোরে অনুষ্ঠিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

যশোর শহরের লাল দিঘীরপাড়ের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি আরও বলেন, সময়ের অপেক্ষামাত্র। এ সরকারের পতন হবে এবং বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। সেই সঙ্গে জনগণ স্বস্তি পাবে।
 
সমাবেশে তিনি আরও বলেন, বর্তমানে অনির্বাচিত যে সরকার ভোট চুরি করে রাতের আঁধারে ক্ষমতা এসেছে তাদের বিদায় এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দরকার তত্ত্বাবধায়ক সরকার। সেই সঙ্গে ইভিএমের পরিবর্তে দরকার ব্যালট পেপার।
 
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুলহক সাবুসহ, বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতারা।

 

‘ভয়ে ইসি নিয়ে নানা প্রশ্ন তুলছে বিএনপি’

‘ভয়ে ইসি নিয়ে নানা প্রশ্ন তুলছে বিএনপি’

 


সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না–এ ভয়েই বিএনপি নির্বাচন কমিশন (ইসি) নিয়ে নানা প্রশ্ন তুলছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি নানা অপরাজনীতির চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তারা। বুধবার (২ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম ও চাঁদপুর জেলা নেতাদের সঙ্গে বৈঠকে বসেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।

এ সময় দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে নেমেছে বিএনপি। রাজনৈতিক কর্মকাণ্ডের আড়ালে দেশ নিয়ে বিএনপি মিথ্যাচারে লিপ্ত অভিযোগ তুলে তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, আগের মতো জ্বালাও-পোড়াও করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বিএনপিকে।

একই দিন দুপুরে রাজধানীর পিআইবিতে নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স (এনবিএ) আয়োজিত সেমিনারে অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম নিয়ে বিজ্ঞপ্তি

প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম নিয়ে বিজ্ঞপ্তি

 


আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বুধবার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

করোনা মহামারির কারণে দুই বছর ধরে বন্ধ প্রাক-প্রাথমিকে শ্রেণিকক্ষে পাঠদান। প্রথম শ্রেণির আগের এই শ্রেণিগুলোতে অনেক শিক্ষার্থী ভর্তির কয়েক মাস পরই শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ হয়ে যায়। আবার অনেক শিক্ষার্থী ভর্তি হয়েছে এই বন্ধ থাকা অবস্থাতেই।
 

এই দুই বছর প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের কাছে ক্লাস মানেই ছিল মোবাইল ফোন কিংবা কম্পিউটার-ট্যাব, মানে ভার্চুয়াল ক্লাসের মাধ্যমেই তাদের শিক্ষাজীবন শুরু হয়।কোভিড-১৯ সংক্রমণ কমে আসায় গত বছরের সেপ্টেম্বরে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সীমিত পরিসরে খুললেও প্রাক প্রাথমিকে খোলেনি।
 
সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার জানুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল।
 
এখন সংক্রমণ আবার কমে যাওয়ায় ধীরে ধীরে সব ক্লাস খুলছে। সবশেষে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদেরও ক্লাসে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।
 
মঙ্গলবার (১ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, দুই সপ্তাহ সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
 
পরে আজ বুধবার অধিদফতরের ওয়েবসাইটে প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস রুটিনে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস ২০ মার্চ থেকে শুরু করতে নির্দেশনা দেওয়া হয়।